South east bank ad

নাটোরে গোপনে গাঁজার চাষ ধরলেন ইউএনও

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০ অপরাহ্ন   |   সারাদেশ

নাটোরে গোপনে গাঁজার চাষ ধরলেন ইউএনও
মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের নলডাঙ্গায় গোপনে গাঁজার চাষ করে আসছিলেন জুয়েল রানা(২০) নামের এক যুবক। জুয়েল রানা উপজেলার গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, জুয়েল রানা তার বাড়ির পেছনে একটি গোপন স্থানে গাঁজার চাষ করছেন মর্মে খবর পেয়ে  বৃহস্পতিবার সকালে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়েই জুয়েল রানা তার বাড়ি থেকে পালিয়ে যায়। সেখান থেকে দশ ফুট উচ্চতার গাঁজার গাছটি উপরে ফেলে জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। 
আসামী পলাতক থাকায় নিয়মিত মামলার দায়ের করা হয়।
BBS cable ad