শিরোনাম

South east bank ad

ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন   |   পুলিশ

ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ২৫-৩০ জন কিশোর চৌমুহনী রেললাইন এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী বাজারের হাসান সড়কে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের একটি ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার মিছিলকারীকে আটক করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করি।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

BBS cable ad