শিরোনাম

South east bank ad

৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন   |   পুলিশ

৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি

 

বাংলাদেশ পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

গতকাল রবিবার প্রকাশিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৬২ জন কর্মকর্তাকে নতুন করে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখ করা স্থানে বদলি করা হলো।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয় বলা হয়, বদলি হওয়া কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
BBS cable ad