পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৪

মেহের মামুন, ( গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক মামলার দীর্ঘ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ৩০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নির্দেশনায় উপজেলার কানুড়িয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক মামলার দীর্ঘ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার কানুড়িয়া গ্রামের নিয়ামত শেখের ছেলে দেওয়ান শেখ একই গ্রামের উকিল শেখের ছেলে আকরাম আলী ওরফে আকু শেখকে গ্রেফতার করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের জিআর ২৮৬/ ১৮ মামলায় তাদের গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সিন্ধিয়াঘাট পুলিশ ফাড়ির এসআই আব্দুস সালাম সংগীয় এসআই নবকুমার ঘোষ এএসআই দিদারুল আলম, এএসআই মনিরুজ্জামান, এএসআই কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শান্তিপুর থেকে ২০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী শান্তিপুর গ্রামের মোসলেম শেখের ছেলে সেলিম শেখ কে গ্রেফতার করা হয়।
একই দিনে মুকসুদপুর থানার এস আই রুস্তুম আলী সঙ্গীয় এস আই আলমগীর হোসেন, এস আই মশিউর খানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহারাজপুর থেকে ১০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সামসু মাষ্টারের গ্রামের আব্দুল হাইর ছেলে মানোয়ারকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক মামলার দীর্ঘ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।