South east bank ad

হাইওয়ে পুলিশের কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭ অপরাহ্ন   |   সারাদেশ

হাইওয়ে পুলিশের কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ
প্রসীদ কুমার দাস, (কাশিয়ানী) :

মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও চোরাচালান নির্মূল, দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে ঘোনাপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাটিয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুনাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাসড়ক পুলিশের সহকারী (ফরিদপুর সার্কেল) নুরুল ইসলাম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনু, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, জসিম উদ্দিন, আবু বকর সিদ্দিকী, জমসের আলী খান, কাজী জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও মটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
BBS cable ad