শিরোনাম

South east bank ad

মহাখালীতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন   |   দেশ

মহাখালীতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন

রাজধানীর মহাখালী এলাকায় ইউরেকা পেট্রল পাম্পে আগুন লেগেছে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।

এ অগ্নিকাণ্ডের ফলে সামনের রাস্তায় চলাচল বন্ধ হয়েছে। মহাখালী ফ্লাইওভারের ওপরও এক পাশেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফিলিং স্টেশনের পাশেই রয়েছে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ।
বহু দূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছে।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী রেল ক্রসিং দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

BBS cable ad