চুয়াডাঙ্গায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের শুভ উদ্বোধন

বিডিএফএন লাইভ.কম
চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আজ (২০ মার্চ) সকাল ১০টায় পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্নআয়ের পরিবারের নিকট টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-০১।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা), পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফা এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি করবে।
এক কোটি কার্ড মানে এতে অন্তত প্রতি পরিবারে ৫ জন করে যোগ করলে পাঁচ কোটি মানুষ প্রত্যক্ষভাবে এ সুযোগ পাবে।
আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত রোজার আগে প্রথম পর্বে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল বিক্রি করা হবে।
'উপকারভোগী' পরিবারের মধ্যে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হবে।
এছাড়া ২ কেজি করে ছোলা পাবেন, ৫০ টাকা দরে।