জামালপুরে করোনা প্রতিরোধ ও আইন- শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

শামীম আলম (জামালপুর):
জামালপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুলাই) জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলীসহ
এ জেলার প্রধানরা সভায় উপস্থিত সকলকে বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে পুলিশের অবস্থান ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
এছাড়াও উক্ত সভায় সেনাবাহিনী , র্যাব, বিজিবির প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।