পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশীকে ‘পুশ-ইন’

পঞ্চগড়ের আলাদা দুটি সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশীকে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। গতকাল বিকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। তারা সবাই বাংলাদেশী বলেও জানা গেছে।
তারা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার নীলুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার সাজিদা খাতুন (৪০), ফরিদপুর সদরপুর উপজেলার জাহিদুল ইসলাম (৪০) ও ফাইজান শেখ (১০), নোয়াখালীর ওমর ফারুক (৩৭), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার শাহনাজ (৩৪), নরসিংদীর মাধবদী উপজেলার তানিয়া (৩৫) ও খুলনার তেরখাদা উপজেলার আলেয়া বেগম (৭০)।
জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। ২ মে মুম্বাই শহর থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে পুলিশি হেফাজতে রেখে ১২৫ জনকে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠানো হয়। এরপর তাদের পঞ্চগড় সীমান্ত দিয়ে পুশ-ইন করে বিএসএফ।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।