শিরোনাম

South east bank ad

গাজীপুরে চালু হলো ব্যতিক্রমী পশুহাট উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১০:৪৮ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

গাজীপুরে চালু হলো ব্যতিক্রমী পশুহাট উদ্বোধন করলেন জেলা প্রশাসক
গাজীপুরে ঈদ উপলক্ষে খোলা মাঠে কোরবানি পশুর হাট চালু হয়েছে। মির্জাপুরের লোহার ব্রিজ এলাকায় গাজীপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

সংগঠনের সভাপতি আকরাম হোসেন বাদশা বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় খামারিদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে খোলা মাঠে হাট বসানো হয়েছে।’ জেলা প্রশাসকের নি‌র্দেশনায় করোনাকালীন গবাদি পশু লালন-পালনকারী খামা‌রিদের‌ উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ বলে জানান তিনি।


আকরাম বলেন, ‘সম্পূর্ণরূপে বেপারি, দালালমুক্ত এই হাটে খামা‌রিরাই একমাত্র তা‌দের পশু ক্রেতার নিকট বিক্রয় কর‌তে পার‌বেন। হা‌টে সার্বক্ষ‌ণিক মাস্ক ব্যবহারের জন্য মাই‌কিং ও স‌চেতনতামূলক পোস্টার ব্যবহৃত হ‌চ্ছে। রয়েছে সার্বক্ষ‌ণিক পশু চি‌কিৎসক টিম ও কোরবানির উপযুক্ত পশু শনাক্তকর‌ণে ধর্মীয় নেতা।’

এদিকে এমন হাট পেয়ে খুশি স্থানীয়রা। প্রথম হাটেই কয়েকঘণ্টায় ৪০টির বে‌শি গরু বি‌ক্রি হ‌য়ে‌ছে বলে জানান গাজীপুর ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: