শিরোনাম

South east bank ad

রাঙ্গামাটিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

রাঙ্গামাটিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
আজ বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস। পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। 
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এ বছর জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য হচ্ছে— ‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’। 
রাঙ্গামাটিতে দিবসটির তাৎপর্য উল্লেখ করে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনাররা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অফিসার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সভাপতি,মহিলা চেম্বার অব কমার্স, বিভিন্ন সংগঠনের কর্মী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাই। 
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: