ঢাকা জেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করেন জেলা প্রশাসক

ঢাকা জেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ (২২ মে ২০২৩ হতে ২৮ মে ২০২৩) উদ্বোধন করেন জেলা প্রশাসক, ঢাকা মোহাম্মদ মমিনুর রহমান। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ঢাকা জেলার ভূমি ব্যবস্থাপনার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক ডিজিটাল ভূমি ব্যবস্থপনার সু-ফল হিসাবে ই-নামজারী, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল, ব্যবস্থপনা, ই-পর্চা, ই-নকশা, সকল ভূমি অফিসে ০৯ দিনে নামজারী নিষ্পত্তি করা, শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা এবং অনলাইনে ডি,সি,আর প্রদানসহ অন্যন্য উদ্যোগের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় একটি ওয়ানস্টপ সেবা বুথ স্থাপন করা হয়েছে।