কক্সবাজার জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শনিবার (৪ সেপ্টেম্বর, ২০২১) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম।
এসময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সগণের বিভিন্ন আবেদন/নিবেদন মনোযোগ সহকারে শ্রবণ করেন। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। আন্তরিকতা, নিষ্ঠা, সাহসিকতা এবং পেশাদারিত্ব বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।