ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে পুলিশের সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন

আজ রোববার (৫ সেপ্টেম্বর, ২০২১) বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক বাৎসরিক এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার)।
এসময় সম্মানিত আইজিপি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান করেছেন যে পুলিশের প্রত্যেক সদস্যদের বছরে অত্যন্ত একবার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনানুযায়ী আইজিপি এর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হতে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ সদস্যের জন্য বছরে ন্যূনতম একবার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।যার ফলে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
আইজিপি আরো বলেন, প্রত্যেক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণ কোর্স, মডিউল এবং প্রশিক্ষক থাকবেন। কনস্টেবল থেকে অ্যাডিশনাল আইজি পর্যন্ত সকল পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
কনস্টেবল, নায়েক এবং এএসআই পর্যায়ের প্রশিক্ষণ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে ৫৫ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিপিএ, পিটিসি, সকল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসহ দেশের ১০৫টি পুলিশ ইউনিটের সকল পদমর্যাদার প্রশিক্ষণ একযোগে শুরু হবে, যা পর্যায়ক্রমে সারা বছর চলমান থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মাজহারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে যশোর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিশেষ শাখা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোহাম্মদ মুনাদির হোসেন চৌধুরী, সহকারি পুলিশ সুপার(প্রবি) মোহাম্মদ আব্দুল্লাহ্-আল্-নোমান, যশোর পুলিশ লাইন্স আরআই মোঃ আবুল কালাম আজাদ, কোর্স প্রশিক্ষকগণ, কোর্স প্রশিক্ষণাথীবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।