বাংলাদেশ পুলিশে শৃঙ্খলা পরিপন্থী ও ভাবমূর্তি ক্ষুন্নকারী কাউকে ছাড় দেওয়া হবে না-এসপি জাহিদ

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এঁর সভাপতিত্বে বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) পুলিশ লাইন্স ড্রিলসেডে থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ী, ক্যাম্প ও সকল ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সের সমন্বয়ে জরুরী বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়।
উক্ত জরুরি বিশেষ কল্যাণ সভায় উপস্থিত জেলার সকল পর্যায়ের অফিসার ফোর্সদের সুবিধা- অসুবিধার কথা উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্যের কল্যাণে স্বেচ্ছাকৃতভাবে সবার সম্মিলিত অংশগ্রহণে কল্যাণে পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ কোপারেটিভ সোসাইটি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত পরিচালনা পরিষদের উদ্যোগে লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরোপিত নির্দিষ্ট সময় পরে সকল সদস্যদের মাঝে ব্যাংকের লভ্যাংশ সমানভাবে বন্টন করা হবে।
তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল পর্যায়ের অফিসার ফোর্সের ছুটি, ডিউটি ও বিভিন্ন ধরণের সুবিধা-সুবিধার ব্যাপারে ইউনিট ইনচার্জের মাধ্যমে অথবা সরাসরি জানাবেন। বাংলাদেশ পুলিশ একটি সুশৃংখল পুলিশ বাহিনী। পুলিশের কোন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা পরিপন্থী কাজ, অনৈতিক কাজ, ঘুষ ও মাদকের সাথে সম্পৃক্ত হবেন না। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু সংখ্যক পুলিশ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট, নেগেটিভ কমেন্ট ও শেয়ার করে থাকেন, যা বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা পরিপন্থী। যার দরুন জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। উপরোক্ত বিষয়ে কোন পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। পরিশেষে, সকলের সুস্বাস্থ্য কামনা করে সতর্কবস্থায় নিজ নিজ অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে সঠিকভাবে পালন করার আহ্বান জানান।
পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত জরুরী কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, সকল অফিসার ইনচার্জগন, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরআই পুলিশ লাইন্স ও সকল থানা/ফাঁড়ি/তদন্তকেন্দ্র, ক্যাম্প ইনচার্জ এবং সকল পর্যায়ের অফিসার-ফোর্সগন।