পটুয়াখালীতে ৪ কেজি গাঁজাসহ আটক ১

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম)-এর দিকনির্দেশনা মোতাবেক গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ সকাল সাড়ে পাঁচটার সময় এক অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে অফিসার ইনচার্জ, বাউফল থানার নেতৃত্বে এসআই (নিঃ) মো. সাঈদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাউফল থানাধীন কালিশ্বরী-ধুলিয়া ব্রিজের ওপর থেকে আসামি মো. আরিফ গাজীকে আটক করে পুলিশ।
অভিযানকালীন সময় আসামি মো. আরিফ গাজী (২৫), পিতা : আনেয়ার গাজী, মাতা : হাফিজা বেগম, সাং-কমলাপুর,৮ নং ওয়ার্ড, A/P- ঘুচরাকাঠি, ৬নং ওয়ার্ড, ধলিয়া ইউপি, থানা : বাউফল, জেলা : পটুয়াখালীর কাছ থেকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।