রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর, ২০২১) রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ)-এ রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের আবেদন শুনেন এবং জেলা কল্যাণ তহবিল থেকে পুলিশ সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্পের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন ও বাকি সসম্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
আগস্ট/২১খ্রি: মাসের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ সার্কেল/শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ/শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)/শ্রেষ্ঠ এসআই(নিরস্ত্র) এবং শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র) পুলিশ অফিসারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
পুলিশ সুপার সকলকে আইন-শৃঙ্খলা রক্ষায় ও তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।