আগস্ট ২০২১ মাসের অপরাধ সভায় বরিশাল রেঞ্জ এর শ্রেষ্ঠ পুলিশ সুপার মারুফ হোসেন

আজ সোমবার (২০ সেপ্টেম্বর, ২০২১) বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় এর কনফারেন্সে রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, আইন -শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, বাল্যবিবাহ রোধ, ইভ-টিজিং রোধ, ট্রাফিক আইন লংঘনে জরিমানা আদায়, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠকসহ বিভন্ন ক্যাটাগরীতে কৃতীত্বপুর্ণ কাজের জন্য আগস্ট/২০২১ মাসের বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, পিপিএম কে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
এছাড়া একই সভায় রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে বরিশাল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক মোল্লা; শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে ট্রাফিক বিভাগ, বরিশাল জেলা; এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে বরিশাল জেলা গোয়েন্দা শাখা এসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা পুরষ্কৃত হয়েছেন। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত ডিআইজি সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ, বরিশাল, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।