০৫ (পাঁচ) মাসের অপহৃত শিশু উদ্ধার ও আসামী গ্রেফতার

পান্না আক্তার @ খুকু মনি (২০), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-বাসাটি, পোঃ বাসাটি বাজার, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা বর্তমান সাং-বেলতলা মধুমিতা, পূর্ব আরিচপুর, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর এর মেয়ে শিশু আয়েশা সিদ্দিকা (০৫ মাস) খুঁজে না পাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪/১১/২০২১ ইং তারিখ টঙ্গী থানায় একটি সাধারন ডায়রী করেন।
এর পরিপ্রেক্ষিতে অপরাধ(দক্ষিণ) বিভাগ এর উপ-পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা অনুসন্ধান শুরু করে। ভিকটিমের মায়ের জবানবন্দি থেকে জানা যায় তার ননদ পরিচয় দিয়ে গত ১৯/১১/২০২১ ইং তারিখ তার বাসায় এসে দুইদিন অবস্থান করে এবং পরবর্তিতে সুযোগ বুঝে কোন এক সময়ে তার সন্তান আয়েশা(০৫ মাস)কে অপহরন করে নিয়ে চলে যায়।অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশু আয়েশাকে উদ্ধার ও আসামীকে গ্রেফতারের জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশ কাজ শুরু করে।
ঐ এলাকার সিসি ক্যামেরা ফুটেজ , তথ্য প্রযুক্তি ও ভিকটিমের মায়ের জবানবন্দি বিশ্লেষন করে আসামীর অবস্থান ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম সনাক্ত করা হয়।টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে গত ০১/০২/২০২১ ইং তারিখ রাত ০৭.৩০ ঘটিকায় অপহৃত শিশু আয়েশা সিদ্দিকাকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত আসামী জোৎসনা আক্তার(৩২), পিতা-শেখ আঃ মজিদ, স্বামী-উজ্জল হোসেন, সাং-চন্ডিদাসদী সোনাখোলা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর এ/পি সাং-মালিগ্রাম পূর্বপাড়া, লুৎফর বেপারীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।