শিরোনাম

South east bank ad

দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন   |   নির্বাচন কমিশন

দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ

দেশে ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এক বছরে দ্বিতীয়বার হালনাগাদ করা তালিকা প্রকাশ করে এই সংখ্যা জানিয়েছে নির্বাচন কমিশন—ইসি।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. আখতার আহমেদ।

সচিব জানান, নতুন হালনাগাদ তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।

তিনি বলেন, ‘খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এরপর নতুন করে আরও ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন যুক্ত হয়েছে। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।’

এর আগে গত ১০ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় ৪৬ লাখের মতো নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত ছিল। সেগুলো যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

আখতার আহমেদ আরও জানান, এবার তিন ধাপে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এর মধ্যে ২ মার্চ ভোটার সংখ্যা ছিল প্রায় ১২ কোটি ৩৭ লাখ। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে বাদ পড়াদের যুক্ত করে ৩১ আগস্টের তালিকা প্রকাশ করা হলো।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ভোটার তালিকা আইন সংশোধনের ফলে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তাঁরাও জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন।

সচিব বলেন, ‘ভোটের আগে যারা ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তাঁদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সেজন্য চূড়ান্ত ভোটার সংখ্যা আরও বাড়বে।’

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে।
BBS cable ad