শিরোনাম

South east bank ad

ঢাকায় ‘মক ভোটিং’ আজ

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন   |   নির্বাচন কমিশন

ঢাকায় ‘মক ভোটিং’ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রেক্ষাপটে পুরো প্রক্রিয়া বাস্তবে কেমন চলবে এবং কোথায় কোথায় প্রতিবন্ধকতা থাকতে পারে—এসব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে পরীক্ষামূলক এই ভোটগ্রহণ। নারী-পুরুষ মিলিয়ে ৫০০ ভোটার এতে অংশ নেবেন।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় আগেভাগে পুরো কার্যক্রমের দক্ষতা যাচাই জরুরি।
মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে কেন্দ্র বাড়ানো লাগবে কি না, কোথায় সমন্বয় প্রয়োজন, ভোটকক্ষ বা জনবল বাড়াতে হবে কি না-এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মক ভোটিংয়ে অংশ নেবেন সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা।

মক ভোটিং পরিচালনায় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন দুজন।
ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ছয়জন প্রিজাইডিং অফিসার এবং পাঁচটি কেন্দ্রে ১০ জন পোলিং অফিসার থাকবেন। পোলিং এজেন্ট হিসেবে থাকবেন ২০ জন কর্মকর্তা।

পর্যবেক্ষণে বিদেশি সংস্থা হিসেবে অংশ নেবে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস), দেশি পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিবি আছিয়া ফাউন্ডেশন ও বিয়ান মনি সোসাইটির প্রতিনিধি।

BBS cable ad