শিরোনাম

South east bank ad

সুদানে আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন   |   সরকার

সুদানে আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ

 
 
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। 

রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।


বিবৃতিতে উল্লেখ করা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন। বাংলাদেশ তার বীর সন্তানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে সরকার আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছে। নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং সেখানে বাংলাদেশি শান্তিরক্ষীদের সব ধরনের সহায়তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে।
BBS cable ad