কেএমপি'র নির্মাণাধীন স্থাপনাসমূহের নির্মাণ কাজের অগ্রগতি সংক্রান্ত সভা

বিডিএফএন লাইভ.কম
গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টায় কেএমপি'র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে কেএমপিতে নির্মাণাধীন খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতাল, পুলিশ লাইন্স নারী ব্যারাক, মাল্টিপারপাস হল (কল্যাণ সেড), অফিসার্স ডরমেটরী, খালিশপুর থানা ভবন (৫ম ও ৬ষ্ঠ তলা) নির্মাণ সংক্রান্ত কাজের মাসিক তদারকি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো: কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জনাব ডা: সৈয়দ একেএমএন করিম-সহ গণপূর্ত অধিদফতরের ইন্জিনিয়ারবৃন্দ, পিডব্লিউডির অফিসারবৃন্দ ও বিভিন্ন নির্মাণাধীন প্রতিষ্ঠানের ঠিকাদারবৃন্দ।