দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ৯টি দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিম, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), কমনওয়েলথ, আরব পার্লামেন্টের পাশাপাশি এখন পর্যন্ত নয়টি দেশ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, মরিশাস, উজবেকিস্তান, জর্জিয়া ও ফিলিস্তিন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানান।
সেহেলী সাবরীন জানান, নির্বাচন পর্যবেক্ষণে আরও বেশ কিছু দেশের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের আবেদন পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি চূড়ান্ত করলেই নির্বাচনি পর্যবেক্ষকদের মোট সংখ্যা জানা যাবে।
সেহেলী সাবরীন বলেন, ইসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে ভিসা প্রক্রিয়ার কাজ করছে। নির্বাচনি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হচ্ছে।
এছাড়া সাংবাদিকরা প্রশ্ন তুলেন, বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের কোনো বৈঠক হয়েছে কি না? জবাবে মুখপাত্র জানান, এই বিষয়ে কোনো তথ্য নেই। পরে জেনে জানানো হবে।
বাংলাদেশের রেলে আগুনে হতাহতের ঘটনায় বিদেশি দূতাবাসগুলোর সমবেদনা বা ঢাকার পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগযোগ মাধ্যম ও ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। কারণ মন্ত্রণালয়ের ফেইসবুকে আন্তর্জাতিক অনুসরণকারীরাও রয়েছেন। দেশে অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ফ্রান্স দূতাবাসও সামাজিক মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি বিচার দাবি করেছেন।
গত ১৯ ডিসেম্বর রেলে আগুন লাগার ঘটনায় মা ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনার দায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও রাজপথের বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।