শিরোনাম

South east bank ad

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ টাকা

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৫, ০২:০৩ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ টাকা

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি জানান, একটা শর্ট গান কিংবা পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ১ লাখ টাকা। এলএমজির ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই পুরস্কার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
যারা তথ্য প্রদান করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।

উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে এখন অনেক নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। পুলিশে নিয়োগ বাণিজ্যে দুর্নীতির তথ্য দিতে পারলেও পুরস্কার দেওয়া হবে।
নিয়োগ বাণিজ্য বন্ধে সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’

BBS cable ad