শিরোনাম

South east bank ad

২০২৬ সালে ঈদ ও পূজায় ছুটি কত দিন?

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

২০২৬ সালে ঈদ ও পূজায় ছুটি কত দিন?
তিমধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এই প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

জানা যায়, ঈদুল ফিতরে ঈদের দিনসহ আগে ও পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি। ঈদুল আজহায় ঈদের দিন, আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি। দুর্গাপূজায় মহানবমী ও বিজয়া দশমীর দিন ২ দিন ছুটি। দুই ঈদের দু’দিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি।
ঈদের আগে-পরে এবং পূজায় মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

BBS cable ad