South east bank ad

সিংড়া উপজেলার ৭২০টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে : জুনাইদ আহ্‌মেদ‍ পলক

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:৪৮ পূর্বাহ্ন   |   এমপি

সিংড়া উপজেলার  ৭২০টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে : জুনাইদ আহ্‌মেদ‍ পলক


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী "মুজিববর্ষ" উপলক্ষ্যে ভূমিহীন - গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের আওতায় সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবারে জমি ও গৃহ হস্তান্তর এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক এর  নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে ৮০০ ঘরের মধ্যে  ৭২০টি গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। বাকি গৃহগুলো দ্রুত নির্মাণ কাজ শেষ করে গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া হবে বলে আশাবাদী তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক । তিনি  সিংড়া উপজেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
BBS cable ad