South east bank ad

জামালপুরে করোনা রোগীদের পাশে এমপি মোজাফফর হোসেন

 প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০২:৫২ অপরাহ্ন   |   এমপি

জামালপুরে করোনা রোগীদের পাশে এমপি মোজাফফর হোসেন

শামীম আলম (জামালপুর): 

জামালপুর জেলাসহ সদর উপজেলার করোনার মৃত্যুর মিছিল বেড়েই যাচ্ছে।  প্রশাসনের সর্তক নজরদারির ফলেও কোন ভাবেই জনগনকে সচেতন করা যাচ্ছে না।  জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফফর হোসেন এমপি বলেন, জামালপুর  সদর উপজেলায় করোনা প্রকট আকাঁর ধারন করেছে। এমন পরিস্থিতিতে সকলের দায়িত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে চলা। সরকারী নির্দেশনা মেনে, তিনি সবাইকে ঘরে থাকার আহব্বান জানান। এমপি বলেন, আপনারা মনোবল হারাবেন না। করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকার আপনাদের জন্য যথাযত প্রদক্ষেপ গ্রহন করেছেন।  সদরের করোনায় আক্রান্ত রোগীদের জন্য ২০ টি অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ঘোষনা দেন তিনি।   অতিদ্রুত এ অক্সিজেন সিলিন্ডার সদর বাসীর মাঝে পৌচ্ছে দেওয়া হবে বলে জানান। প্রয়োজন অনুসারে, পরর্বতীতে আরো অক্সিজেন সিলিন্ডার বিতরন করা হবে বলে আশ্বাস দেন।

BBS cable ad