শিরোনাম

South east bank ad

ব্যবসা বহুমুখী করার সিদ্ধান্ত নিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৯ অপরাহ্ন   |   অন্যান্য

ব্যবসা বহুমুখী করার সিদ্ধান্ত নিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড

ব্যবসা বহুমুখী করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) লজিনেক্স লিমিটেড এর মাধ্যমে ই-কমার্স ব্যবসায় লজিস্টিকস সেবা দেবে।

মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, লজিনেক্স লিমিটেডের (Loginex Limited) পরিশোধিত মূলধন ১০ লাখ টাকা। জেনেক্স ইনফোসিস কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার ধারণ করবে।

আগামী বছরের গোড়াতে কোম্পানিটি ব্যবসা শুরু করবে। তাতে বছরে ১৫ কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।

BBS cable ad