শিরোনাম

South east bank ad

ভারতীয় জেলে দারিককে নিয়ে গেল বাঘ, মেলেনি দেহের সন্ধান

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৯ অপরাহ্ন   |   অন্যান্য

ভারতীয় জেলে দারিককে নিয়ে গেল বাঘ, মেলেনি দেহের সন্ধান
সুন্দরবনের জঙ্গলে ধরতে গিয়েছিলেন কাঁকড়া। বাঘের আক্রমণে আবার প্রাণ হারালেন এক ভারতীয় জেলে। তার সন্ধান পাওয়া যায়নি এখনও। কোনোভাবে প্রাণে বাঁচলেন আরও দুইজন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিড়ীপুর গ্রামে। 

জানা গেছে, বাঘে নিয়ে যাওয়া নিহত জেলের নাম দারিক মণ্ডল। ঘটনার দিন সকালে নারীসহ দুইজনকে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফিরলেন না। কেন? নদীতে যখন কাঁকড়া ধরছিলেন, তখন ওই তিন জেলের ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে বাঘ।
নৌকা থেকে দারিক মণ্ডলকে তুলে নিয়ে যায় রয়েল বেঙ্গল টাইগার। বাঘের সঙ্গে লড়াই করবে কে! বাকি দুজনের চোখের সামনেই ওই জেলেকে নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায় বাঘটি। 

এখন পর্যন্ত দারিক মণ্ডলের দেহের সন্ধান পাওয়া যায়নি। তল্লাশি চালাচ্ছে ভারতের বন দফতর। জেলেদের দলটি গভীর জঙ্গলে ঢোকার অনুমতি ছিল কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সুন্দরবনে কাঁকড়া কিংবা মাছ ধরতে গিয়ে প্রায় বাঘের হামলার মুখে পড়তে হয় জেলেদের।

BBS cable ad