সাভারের নয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা-বাহিনীর কাছে বাজুসের আহ্বান

বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানতে পারে যে গত ৫ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ সাভারের নয়ারহাট বাজারে একযোগে ১৮টি স্বর্ণের দোকানে পুলিশ পরিচয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। ৩০ থেকে ৪০ জনের একটি ডাকাত দল অনেকটা ফিল্মি স্টাইলে বংশী নদী দিয়ে স্পিডবোট ও ট্রলারে করে রাইফেল, রামদা, হাইড্রোলিক কাটার, রেঞ্জ, লোহার রড নিয়ে বাজারে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে পর্যায়ক্রমে ১৮টি স্বর্ণের দোকানে হানা দিয়ে প্রায় ১২৬ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৭৫ লাখ ৬০ হাজার টাকা, ৯১২ ভরি রূপা যার আনুমানিক মূল্য ৯ লাখ ১২ হাজারসহ নগদ ১৭ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
যা নিঃসন্দেহে একটি অনাকাঙ্খিত ঘটনা। এতে নয়ারহাটের সাধারণ জুয়েলার্সদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে উক্ত ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের সল্প সময়ের মধ্যে আটক ও শাস্তির বিচার দাবি করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার করে ভূক্তভোগিদের মধ্যে ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছে বাজুস। একই সঙ্গে দেশের সব স্পর্শকাতর জুয়েলারি দোকান বা মার্কেটে নিরাপত্তা জোরদার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।