ব্যাটেল অব মাইন্ডসের ১৮তম আসরে চ্যাম্পিয়ন আইবিএর টিম ফ্যান ক্লাব

বাংলাদেশের অন্যতম মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাটেল অব মাইন্ডসের ১৮তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) টিম ফ্যান ক্লাব। মাসব্যাপী চলমান কেন্দ্রীয় চ্যালেঞ্জ রাউন্ডের পর সম্প্রতি ১৮তম আসরের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ফাইনালের বাকি চারটি দলকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে টিম ফ্যান ক্লাব। বুয়েটের দল টিম সে আওয়ার নেম ও আইইউটির টিম এন্টস যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে। বিএটি বাংলাদেশ ২০০৪ সাল থেকে দেশব্যাপী মেধাভিত্তিক প্লাটফর্ম ব্যাটেল অব মাইন্ডস পরিচালনা করে আসছে। চলমান মহামারির কারণে এবারের আসর ভার্চুয়ালি হয়েছে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান অনুষ্ঠানে যোগ দেন। তরুণদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নতুন প্রজন্মকে তিনি সঠিক পরিচর্চা ও আদর্শ মানবসম্পদ হিসেবে তৈরির উদ্দেশ্যে ব্যাটেল অব মাইন্ডসের মতো এ ধরনের প্রতিযোগিতাগুলোর প্রতি গুরুত্বারোপ করেন।