রাজধানীতে সাবেক এমপিসহ ৯ জন গ্রেফতার

রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন ও সাবেক অপর একজন ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।