শিরোনাম

South east bank ad

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৭ জন আটক

 প্রকাশ: ১১ মে ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন   |   পুলিশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৭ জন আটক
 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১০ মে) বিকাল থেকে শনিবার (১১ মে) দুপুর পর্যন্ত উপজেলার বাঘাডাঙ্গা, খোলাশপুর ও পলিয়ানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

শনিবার সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, কিছু বাংলাদেশী মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সে সময় বাঘাডাঙ্গা গ্রাম থেকে নারী ও শিশুসহ ৬ জন, খোশালপুর গ্রাম থেকে ৩ জন ও পলিয়ানপুর গ্রাম থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, মাদারীপুর, নোয়াখালী জেলা বিভিন্ন গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

BBS cable ad