যশোরে সড়ক দুর্ঘটনা, পুলিশ সদস্যসহ নিহত ২

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাঠি ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পুলিশ কনস্টেবল ফজলুল হক খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটণ্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। নিহত অপরজনের নাম রিয়েল। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর গ্রামের ইমান উদ্দীনের ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছেন রিয়েলের ভগ্নিপতি এবং কোটচাঁদপুর উপজেলার কাশীপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন (৩২)।
তিনি একটি এনজিওতে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৬টার দিকে কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে ঝিনাইদহ যাচ্ছিলেন। অপরদিকে মামুন ও রিয়েল মোটরসাইকেলে যাচ্ছিলেন যশোরে। তারা যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন। পরে মারা যান রিয়েল। মামুনের অবস্থাও আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘দুর্ঘটনায় একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন শুনেছি।
তবে এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।’