শিরোনাম

South east bank ad

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন   |   পুলিশ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী চালানো এ অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিও রয়েছে। অভিযানকালে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: