শিরোনাম

South east bank ad

আসামি ছিনতাইয়ের মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন   |   পুলিশ

আসামি ছিনতাইয়ের মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশকে মারধর করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আনিসুর রহমান সোহাগসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, এই হামলার নেতৃত্ব দেয় আনিসুর রহমান সোহাগ নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের ১১টি হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।
হামলায় তাকে দুই সহযোগী হিসেবে আরিফুল হাসান মীর সাগর ও সোহেল শাহরিয়ারসহ ১৭ জন রয়েছে। পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাসহ অন্যরা যেন দেশ ত্যাগ করতে না পারে সে লক্ষ্যে পুলিশের বিশেষ শাখায় (এসবি) প্রতিবেদন দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন গোলাম মোস্তফা, আনিসুর রহমান সোহাগ, আরিফুল হাসান মীর সাগর, সোহেল শাহরিয়ার, দেলোয়ার হোসেন মন্ডল, আব্দুল্লাহ শেখ, সাইফুজ্জামান শোভন, রাজিব শিকদার, আসলাম শিকদার, রাকিব ঠাকুর, হাসানাত সরদার ওরফে হাসান, মেহেদী হাসান সাব্বির, জহিরুল ইসলাম, আরিফিন আলম ওরফে ইমন, আসাদুজ্জামান আসাদ, সানিয়াত সরদার ও হাসিব মুন্সী।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছেন মোহাম্মদপুর থানার এসআই মো. শাহদাত হোসেন।

এর আগে গত ১২ মার্চ মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার বি-ব্লকের একটি সড়ক থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গোলাম মোস্তফাকে এক নম্বর আসামি করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহদাত হোসেন বলেন, অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এখনো আদালতের কোনো অবজারভেশন আমার কাছে আসেনি।

আসামিদের বিষয়ে তিনি বলেন, আসামিরা সরকারি কাজে বাধা দিয়েছে এবং পুলিশের ওপর হামলা করে আহত করেছে। এগুলো ভিডিও ফুটেজে প্রমাণ আছে। কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

পুলিশের একটি সূত্র বলছে, আসামি ছিনিয়ে নেওয়ার নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান সোহাগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলিনের হত্যা ও হত্যাচেষ্টার ১১টি মামলা রয়েছে।

এদিকে পুলিশের ওপর হামলা মামলার এজাহারে বলা হয়, গত ১২ মার্চ সকালে মোহাম্মদপুর থানা পুলিশের একটি ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন জানতে পারে, বৈষম্যবিরোধী আন্দোলনে মোহাম্মদপুর থানার একটি মামলা ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি গোলাম মোস্তফা (সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ) তার মালিকানাধীন লালমাটিয়ার এ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অবস্থান করছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সকাল সাড়ে ১০টার সময় এ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনের সড়ক থেকে আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার সময় সে ডাক-চিৎকার করে। মুহূর্তেই অজ্ঞাতনামা ১৫-২০ জন পুলিশের ওপর এলোপাতাড়ি মারধর করে আসামি ছিনিয়ে নেয়।

আদালতে দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় এ্যাভেরোজ স্কুলের দ্বিতীয় তলায় অফিস কক্ষে অবস্থান করছিলেন আনিসুর রহমান সোহাগ, আরিফুল হাসান মীর সাগর ও সোহেল শাহরিয়ার। তারা নিচে নেমে হুকুম দিয়ে হামলার নেতৃত্ব দেন। এতে মোহাম্মদপুর থানার এসআই মো. শহিদুল আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিরা দেশত্যাগের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপারের কাছে প্রতিবেদন দিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। তার বিরুদ্ধে মামলাগুলো হলো মোহাম্মদপুর থানায় মামলা নম্বর-৬৯, রামপুরা থানায় মামলা নম্বর-১৮, বাড্ডা থানায় মামলা নম্বর-১৬, ক্যান্টমেন্ট থানায় মামলা নম্বর-১৬ ও চকবাজার থানায় মামলা নম্বর- ৫৬।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: