শিরোনাম

South east bank ad

মাদারীপুরের আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন   |   পুলিশ

মাদারীপুরের আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আ.ফ.ম ফুয়াদকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গুলশান থানা পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “গতকাল বুধবার রাতে গুলশান থানা পুলিশ আ.ফ.ম ফুয়াদকে আটক করেছে। বিষয়টি আমরা অবগত হয়েছি।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুয়াদ দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী শাহজাহান খানের স্থানীয় প্রতিনিধি হিসেবে রাজৈর ও মাদারীপুর সদর এলাকায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তিনি রাজৈর থানায় ভাংচুর ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী। গুলশান থানায়ও তার নামে মামলা রয়েছে বলে জানা গেছে।

BBS cable ad