শিরোনাম

South east bank ad

অতিরিক্ত ডিআইজি হলেন ৪ পুলিশ কর্মকর্তা

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন   |   পুলিশ

অতিরিক্ত ডিআইজি হলেন ৪ পুলিশ কর্মকর্তা


বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।


পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদে যোগদানের পত্র পাঠাবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
BBS cable ad