শিরোনাম

South east bank ad

বিভিন্ন আন্দোলনে রাজধানীতে তীব্র যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন   |   পুলিশ

বিভিন্ন আন্দোলনে রাজধানীতে তীব্র যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ


বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে একযোগে সড়ক অবরোধের কারণে রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিকরা।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অনাকাঙ্ক্ষিত যানজটের কারণে জনমানুষের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।
 
রবিবার সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, সকাল থেকে এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে বেশ কয়েকটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।
 
এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট এবং ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারদের নিয়োগের দাবিতে তারা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসব কর্মসূচির কারণে শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল, ফার্মগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। যানজট নিরসনে পুলিশ তৎপর থাকলেও সড়কে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির কারণে যান চলাচল স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে।

ডিএমপি জানায়, “শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
 
ডিএমপি পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের ধৈর্য ধারণ ও বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে।
BBS cable ad