পুলিশের ২২ কর্মকর্তার বদলি
ঢাকা: বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার মোট ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- দুজন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার ও ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এসব বদলি আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস ও কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এ রদবদল করা হয়েছে। তবে নতুন কর্মস্থলে দায়িত্ব নেওয়া না পর্যন্ত আগের পদেই তারা দায়িত্ব পালন করবেন।


