পুলিশের অভিযানে জাল টাকার নোট সহ আসামী গ্রেফতার

বিডিএফএন লাইভ.কম
দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ সিলেট-ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বদিকে অব মিয়ার চায়ের দোকানের সামনে জাল টাকার লেনদেন করছে
মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/শাহিন কবির সঙ্গীয় ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে আসামী ১।
মুন্না আহমদ (২২), পিতা- তৈয়ব আলী, সাং-বেলুয়া, শ্যামপুর, থানা-নাসিরনগর,জেলা-ব্রাক্ষণবাড়ীয়া, বর্তমানে- মখলিছ মিয়ার কলোনী, লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট ও ২। সুজন আহমদ (১৯), পিতা-সেলিম আহমদ, সাং-শাহ সিকন্দর (পাখিয়া টেঙ্গর), থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট দ্বয়কে ধৃত করে তাদের নিকট হতে ২১টি কথিত ১,০০০/- টাকার জাল নোট উদ্ধার পূর্বক সাড়ে ৫টার দিকে এসআই(নি:)/শাহিন কবির জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৭, গত সোমবার (২১ মার্চ), ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক এর খ রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।