সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর হাতে অনলাইন জুয়াড়ি আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে মাসুদ আলম (৩৩) নামে এক অনলাইন জুয়াড়িকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের দুটি মোবাইল ফোন ও জুয়া খেলার ৪৩ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
এর আগে শনিবার (১২ জুন) দিনগত রাত সাড়ে ১১ টায় তাকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
রোববার (১৩ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।