কেরাণীগঞ্জে অস্ত্রসহ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০

বৃহস্পতিবার রাত সোয়া ৪টার দিকে র্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জ মডেল থানার পুরাতন সাহাপুর কবরস্থান ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এসময় ওয়ান শুটার গানসহ নিজামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শুটার গান, এক রাউন্ড গুলি ও ৪০ লিটার চোলাই মদ জব্ধ করা হয়। আটক নিজামের বরাত দিয়ে র্যাব জানায়, সে একজন অস্ত্রধারী মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।