ফরিদপুরে র্যাব-৮ এর হতে ১২ জুয়ারি আটক

জাকির হোসেন (সালথা ,ফরিদপুর) :
ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে জুয়ার আসর থেকে ১২ জন জুয়ারিকে আটক করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) দুপুরে র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত জুয়ারি চক্র জুয়া খেলার উদ্দেশ্যে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ হেলিপোর্ট বাজার সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থান করছে। এ পরিপ্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ হেলিপোর্ট বাজার সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে জুয়ারি চক্রের সদস্য ০১। মোঃ মনিরুজ্জামান মিন্টু(৪২), পিতা- আঃ গাফ্ফার মলিস্নক, সাং-গোয়ালচামট, ০২। শেখ সৈয়দ আলী(৬২), পিতা-মৃত শেখ গোলাম মোস্ত্মফা, সাং-কবিরপুর, ০৩। মোঃ রম্নস্ত্মম শিকদার(৬৩), পিতা-মৃত তাইজুদ্দিন শিকদার, সাং-ব্রাহ্মণকান্দা, ০৪। মোঃ লাল মিয়া(৪৩), পিতা-মৃত উতার উদ্দিন, সাং-লক্ষনদিয়া, ০৫। মোঃ আবুল কালাম ফকির(৫১), পিতা-মৃত উকিল উদ্দিন ফকির, সাং-পূর্ব ভাষানচর, ০৬। মোঃ মিজানুর রহমান(৪০), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-পশ্চিম খাবাসপুর, ০৭। মোঃ হিরম্ন মন্ডল(৫১), পিতা-মৃত নবাব আলী মন্ডল, সাং-দক্ষিণ কমলাপুর, ০৮। মোঃ ইদ্রিস(৬০), পিতা-মৃত লাল মিয়া, সাং-আলীপুর, ০৯। মোঃ নবা শেখ(৫০), পিতা-মৃত শেখ বদর উদ্দিন, সাং-গোয়ালচামট, ১০। মোঃ মোকসেদ মোল্লা(৫১), পিতা-মৃত মজিব মোলস্না, সাং-উত্তর গোয়ালচামট, ১১। মোঃ শেখ হারম্নন(৫২), পিতা-মৃত শেখ জলিল, সাং-পশ্চিম আলীপুর, সর্বথানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, ১২। মোশারফ মোলস্না(২৮), পিতা-নিয়ামত মোলস্না, সাং-আমিন বাজার, থানা-সাভার, জেলা-ঢাকাদেরকে আটক করে। এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ১৯ টি সীমকার্ডসহ ১৩ টি মোবাইল, জুয়ারি কাজে ব্যবহৃত ১২ সেট তাস (কার্ড) এবং নগদ ১৮,৫৭৫/- (আঠার হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৮ জানায়।
প্রসঙ্গত, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে একদল জুয়ারি চক্র অবৈধভাবে বিপুল পরিমান অর্থ লেনদেনের মাধ্যমে জুয়ার কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।