সিদ্ধিরগঞ্জে ৭৭ কেজি গাঁজাসহ মাদককারবারিকে আটক করেছে র্যাব-৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৭৭ কেজি গাঁজাসহ মো. সুমন নামে এক যুবককে আটক করেছে র্যাব-৩। তিনি মাদক চোরাকারবারি বলে জানিয়েছে বাহিনীটি। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক।
মঙ্গলবার দুপুর পৌনে একটার সময় সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে র্যাব-৩ জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ এলাকায় কিছু মাদক চোরাকারবারি একটি ট্রাকে করে গাঁজার চালান নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় আসছে। পরে র্যাব-৩ এর একটি দল দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭৭ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ মো. সুমন নামের মাদককারবারিকে আটক করা হয়।
র্যাবের ভাষ্যমতে, আটক সুমন তার অপরাধ স্বীকার করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কিনে এনে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।