ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে র্যাবের টহল ও তল্লাশি অভিযান
 
                                                                                                ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়কে টহল জোরদার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় র্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে।
র্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের তিনি জানান, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে র্যাব-১১ টহল জোরদার করার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে র্যাব সদস্যরা।
র্যাব অধিনায়ক আরও জানান, ঈদের দিন বিভিন্ন জেলার বড় জামাতগুলোতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতেও কার্যক্রম চলবে। এতে করে দক্ষিণাঞ্চলের ১৭টি জেলার মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন তিনি।
                                

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                  
 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            