অপহৃত ৯ম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-২

রাজধানীর শ্যামলী থেকে অপহৃত ৯ম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মো. মনির হোসেন নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে র্যাব-২ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। ছাত্রীকে সু-কৌশলে অপহরণ করে মনির। বেশকিছুদিন ধরে বিভিন্ন রকম কু-প্রস্তাব এবং উক্ত্যক্ত করতো। মনির বিবাহিত। তার দুই বউ ও ৩ সন্তান রয়েছে।
র্যাব জানায়, ১১ জুলাই সন্ধ্যার পর ওই ছাত্রী বাসায় ফিরে না আসায় আত্মীয়-স্বজন সম্ভাব্য স্থানে খোঁজ করে তার খবর না পেয়ে তার মা পল্লবী থানায় একটি জিডি করেন (জিডি নম্বর- ৮৪৬)। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করতে র্যাব-২ ছায়া তদন্ত শুরু করে।