ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ১৭ জন জুয়ারি আটক

জাকির হোসেন (সালথা):
ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মহামেডান ক্লাবের ৪র্থ তলার উপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে অভিযান পরিচালনা করে ১৭ জন জুয়ারিকে আটক করেছে র্যাব-৮ এর একটি অভিযানিক দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত জুয়ারিরা হলো মোঃ রিয়ান হোসেন(৩০), মোঃ কামাল হোসেন(৫০), মোঃ দেলোয়ার হোসেন(২৮), মোঃ শাহ আলম(২১), মোঃ বিলস্নাল হোসেন(৩৫), মোঃ হাতেম শেখ(৪০), মোঃ আয়নাল মোল্যা(৪০), মোঃ কুবাদ চৌধুরী(৪৫), মোঃ হেমায়েত আলী(৩০), মোঃ রাজিব মোল্যা(২৫), মোঃ জুয়েল ফকির(২৬), মোঃ শাহিন শেখ(২৭), মোঃ হুমায়ুন কবির(৩২), মোঃ মেহেদী হাসান(২৩), মোঃ রাজন শেখ(৩২), মোঃ ইয়াছিন শেখ(৩০), সাধন সরকার(৫১)।
এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ২৩ টি সীমকার্ডসহ ১৯ টি মোবাইল, জুয়ারি কাজে ব্যবহৃত ০৬ সেট তাস (কার্ড) এবং নগদ আট লক্ষ বায়ান্ন হাজার একশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৮ জানায়।