পেটের ভেতর ১,৯১০ পিস ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব

গত ০১ আগস্ট র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা (হিজলতলা বাজার) এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভিতর (পলিথিনে মোড়ানো ৩৮ টি ক্যাপসুল আকারে) আনুমানিক ৫,৭৩,০০০/- (পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার) টাকা মূল্যের ১,৯১০ (এক হাজার নয়শত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:- মোঃ আনোয়ার হোসেন (১৯), মোঃ কায়সার উদ্দিন (১৮), মোঃ মাহমুদ হাসান @ লাবু (২১) ও মোঃ আমিন @ গুড়া (২০) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ০৫টি মোবাইল ফোন ও নগদ ১,৭১০/- (এক হাজার সাতশত দশ) টাকা উদ্ধার করা হয়।